You are currently viewing ভয়ের উপর টিকে থাকা সভ্যতা

ভয়ের উপর টিকে থাকা সভ্যতা

এই যান্ত্রিক প্রগতি সে এত দূরে নিয়ে গেছে যে, ইতিমধ্যেই তার হাতে আজ যে পারমাণবিক বোমা জমেছে তা দিয়ে বিশেষজ্ঞদের মতে, আমাদের এই পৃথিবী নামক গ্রহটাকে ভেঙ্গে দেয়া যায়। ভেঙ্গে যে আজও দেয় নি তার কারণ এই সভ্যতা নয়, নর-নারী শিশু পশু সব নিহত হবে এ কোমল মানবিক বৃত্তিও নয়, কারণ ভয়। ভয় যে শত্রুর সঙ্গে সে নিজেও যাবে। যুক্তরাষ্ট্র জানে সে যদি তার শত্রু চিন-রাশিয়াকে ধ্বংস কোরতে চায় তবে যতক্ষণে তার আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র রাশিয়াতে পৌঁছে, রাশিয়ার নর নারী শিশুদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ততক্ষণে রাশিয়ার ক্ষেপনাস্ত্রও আমেরিকার দিকে অর্দ্ধেক রাস্তা পার হোয়ে আসবে এবং আমেরিকারও ঠিক সেই দশাই ঘটবে। রাশিয়াও জানে, সে যদি আমেরিকাকে ধ্বংস কোরতে চায় তবে তারও ঠিক তেমনি দশাই হবে। মানবতা নয়, দয়া নয়, ন্যয়ের প্রতি সম্মান নয়, অন্যয়ের প্রতি বিরূপতা নয়, কত কোটি মানুষ, শিশু পশু নিহত হবে, এ অনুভুতিও নয়- শুধু ভয়, শত্রুকে মারলে আমিও মরব। মানবতা ও ন্যয়ের খাতিরে যে এই হত্যযজ্ঞ থেকে এরা বিরত নয় তার প্রমাণ নাগাসাকি ও হিরোশিমা। নিজের পরিণামের এই ভয়ই শুধু পৃথিবী ধ্বংসকারী অস্ত্রগুলোকে ব্যবহার থেকে মানুষকে বিরত রেখেছে। যান্ত্রিক সভ্যতার ভাষায় এরই নাম (Deterent), দা’তাত। যে মুহূর্ত্তে এক পক্ষ নিশ্চিত ভাবে বুঝবে, যে যান্ত্রিক প্রগতিতে আমরা এতদূর এগিয়েছি, এমন অস্ত্র তৈরী কোরতে পেরেছি যে শত্রুর আঘাত আমি সম্পূর্ণভাবে ঠেকাতে পারব এবং আমার আঘাতকে সে ঠেকাতে পারবে না সে মুহূর্ত্তে সে শত্রুকে আঘাত হানবে।
কোন ন্যয়-অন্যয় বোধ, কোন দয়া-মায়া-মমতা তাদেরকে এতটুকু দেরী করাতে পারবে না। এটা আজ আর কোন গোপনীয় কথা নয় যে, শত্রুর শক্তিই পৃথিবীর ছোট বড় রাষ্ট্রগুলিকে প্রলয়ংকরী যুদ্ধ শুরু করা থেকে ঠেকিয়ে রেখেছে। এই সেদিনও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ফোর্ড পরিষ্কার ভাষায় বলেছেন যে দা’তাত (Deterent), কিছু নয়- আমাদের সামরিক শক্তিই হোচ্ছে শান্তির সবচেয়ে বড় গ্যরান্টি। অর্থাৎ সোজা কথায় আমেরিকা পারমাণবিক ইত্যাদি শক্তিতে যতক্ষণ ততটুকু শক্তিশালী থাকবে যে, তাকে আঘাত কোরলে আঘাতকারীকেও মরতে হবে, শুধু ততক্ষণই আমেরিকা নিরাপদ। উল্টো দিকে রাশিয়ার সম্বন্ধেও ঐ একই কথা। দু’জনে দু’জনের বুকের উপর বন্দুক নিশানা কোরে দাঁড়িয়ে আছে। কেউ ট্রিগার টিপছেনা শুধু এই কারণে যে একজন ট্রিগার টিপলে অন্যজনও টিপবে। আর দু’জনেই শেষ হবে। শুধু ভয়ের উপর ভিত্তি কোরে আজ যে মানুষ বোলে জাতিটা কোন মতে বেঁচে আছে এটাকে যদি কেউ সভ্যতা বোলে অভিহিত করে তবে তার সাথে আমি একমত নই।

Leave a Reply