হেযবুত তওহীদ আন্দোলনের নাম কেন বাংলা অর্থাৎ নিজ মাতৃভাষায় করা হলো না?

0
হেযবুত তাওহীদ
Feb 26, 2023 11:43 AM 1 Answers হেযবুত তওহীদের নাম নিয়ে বিভ্রান্তি
Member Since Jul 2022
Subscribed Subscribe Not subscribe
Flag(0)

আমাদের প্রিয় রসুল হযরত মোহাম্মদ (দ.) নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। হেযবুত তওহীদ আন্দোলনের নাম কেন বাংলা অর্থাৎ নিজ মাতৃভাষায় করা হলো না?

0 Subscribers
Submit Answer
Please login to submit answer.
1 Answers
Best Answer
0
হেযবুত তাওহীদ
Feb 26, 2023
Flag(0)

আসলে নাম কোন ভাষায় রাখা হলো সেটার চেয়ে নামের অর্থই অধিক গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়। আমাদের সবার নাম কি আমাদের মাতৃভাষায়? না। আমাদের দেশের প্রধান রাজনীতিক দলগুলো যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলো একটাও তো বাংলা ভাষায় নয়, উর্দু-বাংলা-ইংরেজি মেশানো। ‘হিযব’ শব্দের অর্থ দল, ইংরেজিতে লীগ বা পার্টি বলতে পারেন, তওহীদ অর্থ একত্ববাদ বা ওয়াহদানিয়াত। বাংলায় একেশ্বরবাদ বা এক আল্লাহর সার্বভৌমত্বের দল বলতে পারেন। সুতরাং নাম যে ভাষায়ই রাখা হোক তাতে আপত্তির কিছু দেখছি না। সেই সঙ্গে এটাও বলে রাখা ভালো, আরবি ভাষাকে শ্রদ্ধা করলেও আমাদের কাছে প্রয়োগের দিক থেকে আমাদের মাতৃভাষার গুরুত্ব সর্বাধিক। বাংলায় আমরা মনের ভাব বিনিময় করি, যে কোনো সত্য আদর্শ প্রচারের ক্ষেত্রেও মাতৃভাষার বিকল্প নেই। স্বয়ং আল্লাহ পবিত্র কোর’আনে মাতৃভাষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। শেষ নবী যেহেতু আরবে এসেছেন, তাই আরবিতেই তিনি কথা বলেছেন, কোরআনও আরবিতেই অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন, “আমি সব নব-রসুলকেই তাঁদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারেন।” (সুরা ইব্রাহীম ৪)সুতরাং আখেরি নবী অন্য দেশে আসলে অন্য ভাষাতেই কেতাব আসত।

Sign in to Reply
Replying as Submit

Leave a Reply